ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এইচ আর ফোরাম’র উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় দ্যা বিউটি সায়েন্স প্রেজেন্ট - “স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স” শিরোনামে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস কম্পিটিশনের ফাইনাল রাউন্ড গতকাল ইউআইইউ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স প্রতিযোগিতাটি ব্যবসায়িক ও উদ্যোক্তায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সমাধান উপস্থাপন করে। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীতায় ১৫৯ টি টিম অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রতিযোগীতার বিভিন্ন ধাপে যথার্থ বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ১০ টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার্ডাইক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিএফও জনাব আল জাবের ফয়সাল এবং বিজনেস ডেভেলপমেন্ট’র প্রধান জনাব নেওয়াস শরিফ নাসিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ ডিসিসিএসএ’র পরিচালক জনাব নাহিদ হাসান। স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স’র গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন: ইউআইইউর স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম, ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলিয়াস মির্জা মুহাম্মদ, লেখক ও সাংবাদিক এবং বাংলা টেলিগ্রাফের সম্পাদক জনাব পলাশ মাহবুব এবং আবুল খায়ের স্টিলের ন্যাশনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার জনাব আরিফুর রহমান।
প্রতিযোগীতার গ্রান্ড ফিনালে ফাইনালিস্ট ১০ টি দল থেকে ব্যবসায়িক চালেঞ্জ এবং নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হবার মুকুট অর্জন করে ‘উইদাউট এ নেম’ দল, প্রথম রানার-আপ ‘দূরবীন’ দল এবং ‘ক্যাট-এ-লাইস্ট’ দ্বিতীয় রানার-আপ হয়। অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ২৫,০০০ টাকা, প্রথম রানার-আপ দলকে ১৫,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপ দলকে ১০,০০০ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ এবং শিল্প বিশেষজ্ঞসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।