ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ -এর আত্মপ্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
ইউটিএলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছবির ক্যাপশন: ইউটিএলের আত্মপ্রকাশ অনুষ্ঠান
ad728
স্টাফ রিপোর্টার | দেশপোস্ট২৪.কম

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইউটিএল’র মূল প্রতিপাদ্য বিষয় হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই হবে এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহবায়ক করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


এ সময় অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙক্ষা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করছে। 

তিনি বলেন, এ প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক সংগঠনের; যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষতা সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। ইউটিএল এ প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকগণের একটি জাতীয় প্ল্যাটফর্ম। এর অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া। 

শিক্ষকদের প্রতি আহবানন জানিয়ে বলা হয়, ইউটিএল কেবল একটি প্ল্যাটফর্ম নয়—এটি একটি আন্দোলন বটে । যে সকল শিক্ষক বিশ্বাস করেন যে, শিক্ষকগণ জাতির উচ্চতর আকাঙ্ক্ষা পূরণে পথপ্রদর্শক; আর শিক্ষা সমাজকে ন্যায়, জ্ঞান ও নৈতিকতার পথে নিয়ে যেতে পারে—ইউটিএল তাদেরই প্ল্যাটফর্ম। আসুন, আমরা গড়ে তুলি একটি পেশাদার, নৈতিক ও জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকসমাজ

ইউটিএল এর লক্ষ্য ও কর্মসূচি
সংবাদ সম্মেলনে ইউটিএল এর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। সংগঠনটির স্বল্পমেয়াদী লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে- সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইউটিএল ইউনিট প্রতিষ্ঠা করা; শিক্ষক নিয়োগ, পদোন্নতি, অবসর সুবিধা ও কর্মপরিবেশ বিষয়ে নীতিগত সুরক্ষা ও সংস্কারে কাজ করা; জাতীয় ও একাডেমিক বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, কর্মশালা ও প্রকাশনার আয়োজন করা; কারিকুলাম সংস্কারে সহায়তামূলক কাজ  করা; ডিসিপ্লিন ও এক্সপার্টাইজ অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক স্কলারগণের একটি নেটওয়ার্ক তৈরি করা। 

দীর্ঘমেয়াদী লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে, বাংলাদেশের মূল্যবোধ ও বৈশ্বিক মানের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়নে ভূমিকা রাখা, গবেষণা সহায়তার জন্য একটি স্বাধীন তহবিল গঠন করা; শিক্ষক উন্নয়ন কার্যক্রম চালু করে পাঠদানে ও গবেষণায় একদল দক্ষ শিক্ষক তৈরি করা; বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডিসিপ্লিন ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকগণ ও নতুন প্রজন্মের শিক্ষকগণের সাথে সংযোগ স্থাপনের স্থায়ী মাধ্যম হওয়া; বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক শিক্ষক সংগঠন ও সংস্থার সাথে সহযোগিতা ও বিনিময় কার্যক্রম পরিচালনা করা। 


নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স