ঢাকা | বঙ্গাব্দ

এপিইউবি-এর চেয়ারম্যান হলেন ড. সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক আবেদীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
চেয়ারম্যান ড. সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক আবেদীন ছবির ক্যাপশন: চেয়ারম্যান ড. সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক আবেদীন
ad728
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন গত বৃহস্পতিবার, ১৭ জুলাই সমিতির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এপিইউবি-এর চেয়ারম্যান নির্বাচিত হন। নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মঈন উদ্দিন চিশতি, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ইশতিয়াক আবেদিন সেক্রেটারি জেনারেল, এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী ট্রেজারার নির্বাচিত হন।

শিক্ষানুরাগী ড. মোঃ সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ  ) এর প্রেসিডেন্ট এবং গেøাবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ) এর বাংলাদেশ চাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিয়ন স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (ডটঝঝঊ)  এর রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (অটচঋ) এর স্থায়ী কমিটির সদস্য তিনি। জনাব সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি। 

অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ) এর সদস্য জনাব ইশতিয়াক আবেদীন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি( ডিসিসিআই) এবং ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ( আইবিসিসিআই) এর সদস্য। 

নতুন নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন:
সাদাফ সাজ সিদ্দিকী (ব্র্যাক ইউনিভার্সিটি), ফারুক হাসান (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), কাজী জাহেদুল হাসান (সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটি), লুৎফে এম আইয়ুব (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাসেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শাফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হোসেন (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), ড. মো. মাহবুবুর রহমান (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোস্তফা কামাল (দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), ড. কাজী আনিস আহমেদ (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) । 

নবনির্বাচিত কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্সার অগ্রযাত্রাকে আরো গতিশীল ও শক্তিশালী করা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স