স্টাফ রিপোর্টার | দেশপোস্ট২৪.কম
বাংলাদেশের ব্রডকাস্ট গ্রাফিক্স শিল্পের অগ্রপথিক এস কে মনোয়ার নাহিদ আরও একটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত “এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”-এ তিনি 'ব্রডকাস্ট ও ভিজ্যুয়াল গ্রাফিক্সে' সৃজনশীল নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত হয়েছেন।
গত ২৭ জুন ২০২৫ তারিখে কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ক্রিস্টাল পশুপতিতে আয়োজিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেপালের বন ও পরিবেশমন্ত্রী আন বাহাদুর শাহী তার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় নেপালের তিনজন সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য এবং এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
এই পুরস্কার এস কে মনোয়ার নাহিদের ১৭ বছরেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি। তিনি ২০০৭ সালে আরটিভিতে মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি যমুনা টেলিভিশন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও চ্যানেল ২৪-এর মতো দেশের শীর্ষস্থানীয় চ্যানেলগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সংবাদ সম্প্রচারে রিয়েল-টাইম তথ্যচিত্র, বর্ধিত বাস্তবতা প্রযুক্তি এবং নির্বাচনী গ্রাফিক্সে নতুন মাত্রা যোগ করে তিনি ভূয়সী প্রশংসা কুড়ান।
২০১৬ সালে তিনি নরওয়ের আন্তর্জাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান ভিজআরটি থেকে “প্রো ভিজ আর্টিস্ট ডিজাইনার” সনদ অর্জন করেন। একই বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলনে অ্যাডোবি ও ভিজআরটির পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন, যা বাংলাদেশের সম্প্রচার গ্রাফিক্স জগতের জন্য এক গৌরবময় মুহূর্ত ছিল।
২০১৯ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ডিবিসি নিউজে ভিজআরটি সফটওয়্যারে পেশাদার প্রশিক্ষণ প্রদান করেন এবং নিজেই প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে এই প্রশিক্ষণ কেবলমাত্র বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো, যা দেশের প্রযুক্তিগত সক্ষমতার এক যুগান্তকারী সূচনা ছিল।
প্রযুক্তির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি পাঠশালা – দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউটে একজন শিক্ষক হিসেবে আগামী দিনের মিডিয়া পেশাজীবীদের গড়ে তোলার কাজ করে চলেছেন। তার লেখা বই “টেলিভিশন সম্প্রচারশিল্পে সৃজনশীলতা” বাংলাদেশের মিডিয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই বইয়ে তিনি মোশন ডিজাইন, নির্বাচনী গ্রাফিক্স, বর্ধিত বাস্তবতা এবং ভবিষ্যতের সম্প্রচার প্রযুক্তির দিকনির্দেশনা তুলে ধরেছেন। এছাড়া পরিবেশ সচেতনতার ওপর তার আরেকটি গুরুত্বপূর্ণ বই “পৃথিবীর রক্ষক: একটি টেকসই ভবিষ্যতের সহজ ধাপ” প্রকাশিত হয়েছে।
এস কে মনোয়ার নাহিদ কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রুদ্র এফএক্স বর্তমানে পর্তুগাল, যুক্তরাষ্ট্র এবং দুবাইসহ একাধিক দেশে সফলভাবে কাজ করছে, যা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
এর আগেও এস কে মনোয়ার নাহিদ শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫, এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫ এবং ইনডেক্স মিডিয়া স্টার পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৮-তে সম্মানিত হয়েছেন। নেপালে প্রাপ্ত “এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫” নিঃসন্দেহে তার পেশাগত জীবনের এক অনন্য অর্জন।
তিনি একজন সম্প্রচার গ্রাফিক্স ডিজাইনারের পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের সৃজনশীল দূত এবং আলোকবর্তিকা, যার হাত ধরে বাংলাদেশের মিডিয়া প্রযুক্তি বিশ্বদরবারে সম্মানিত আসনে পৌঁছেছে।