ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ছবির ক্যাপশন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস
ad728
মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশপোস্ট২৪ডটকম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ১৩ জন।

শনিবার ভোরে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মাঝে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর থানার মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ গ্রামের ইনসান আলীর ছেলে চিকিৎসক জালাল (৬৫) ও আব্দুল হালিম (৫৫) এবং বাস চালকের সহকারী একই এলাকার বাপ্পির ছেলে হাসিব (৩২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেসের একটি বাস চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। তাতে দুই যানই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের বিভাজকের রেলিংয়ে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। সফিকুল বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

আহত ১৩ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।

হাঁসাড়া ফাড়ির ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “বেপোরোয়া গতি এবং ওভারটেকিংয়ের জন্যই এ দুর্ঘটনা ঘটে। বাস এবং ট্রাকের চালক পালিয়ে গেছে। “বাস এবং ট্রাক পুলিশ হেফাজতে আছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে।”

নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স