ঢাকা | বঙ্গাব্দ

একসঙ্গে শাকিব খান-নাবিলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলা ছবির ক্যাপশন: শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলা
ad728
বিনোদন ডেস্ক:

আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান মাসুমা রহমান নাবিলা। এরপর তাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় দেখা যায়।

এই সিনেমার শুটিং সেটেই নাকি শাকিবকে প্রথম দেখেছিলে এই অভিনেত্রী।
সে সময় শাকিব নিয়ে নাবিলা বলেছিলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার তুফান-এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি।

তবে বেশ নার্ভাস ছিলেন সে কথাও জানিয়েছিলেন নাবিলা। তার কথায়, একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল।

সেই শাকিবের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নাবিলা। তবে এবার সিনেমার পর্দায় নয়। এবার দুজনকে দেখা যাবে একটি টেলিভিশন শোতে। যেখানে একজন অতিথি, আরেকজন থাকবেন উপস্থাপনার দায়িত্বে।

জানা গেছে, আসন্ন ঈদের একটি অনুষ্ঠানে নাবিলার অতিথি হিসেবে দেখা যাবে শাকিব খানকে। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে।  

শুটিং সেট থেকে একসঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নাবিলা। আর ক্যাপশনে বলেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি বাধ্যতামূলক ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।



নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স