ঢাকা | বঙ্গাব্দ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)’র ক্যাম্পাসে সাম্প্রতিক ঘটনা তদন্তে কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2025 ইং
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছবির ক্যাপশন: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)
ad728

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বোর্ড অব ট্রাস্টিজ সম্প্রতি ক্যাম্পাসে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও মতপার্থক্যের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ইউআইইউ বিওটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

 

বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার অঙ্গীকার থেকে ট্রাস্টি বোর্ড তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো: মুজিবুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনীর এবং সদস্য সচিব হিসেবে আছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সহযোগী অধ্যাপক ড. মফিজুল হক মাসুম।

 

এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রমাণসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় উন্নয়নে ইউআইইউ অঙ্গীকারবদ্ধ।


নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স