ঢাকা | বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2025 ইং
ইউআইইউ ছবির ক্যাপশন: ইউআইইউ
ad728

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড ফেসবুকে পেজে এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।

বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বার্তায় আরও বলা হয়, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের যে কোনো অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথভাবে পুনরায় কার্যক্রম শুরু হবে।

ইউআইইউ কর্তৃপক্ষ আগামী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে এ বার্তায় জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স