ঢাকা | বঙ্গাব্দ

রেজিট্রেশনের সময় বাড়লো শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি 'রজতজয়ন্তী’ উৎযাপনের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2025 ইং
শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছবির ক্যাপশন: শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ
ad728
কলারোয়া প্রতিনিধি: 

কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি রজতজয়ন্তী’২৫ উৎযাপনের জন্য শেষ ধাপের রেজিট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিট্রেশন চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।  ৩০ এপ্রিল, রাত ১১:৫৯ মিনিটের পর রেজিস্ট্রেশন চিরতরে বন্ধ (অনলাইন/অফলাইন কোনো মাধ্যমেই আর খোলা হবে না!) করা হবে বলে, জানিয়েছেন আয়োজকরা।  https://amanullahcollegereunion.com/ এই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি বিকাশ/নগদ/রকেট: 01765203483  নাম্বারে প্রদান করতে হবে। গত কয়েকদিন আগে একধাপের রেজিট্রেশন কার্যক্রম শেষ হয়েছে।

আগামী ৯ জুন ২০২৫ রোজ সোমবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ প্রঙ্গনে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হবে। এই দিনে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের কলেজের জীবনের স্মৃতিচারণ ও সাফল্যর তুলে ধরা, শিক্ষকদের সম্মাননা প্রদান এবং একটি সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে। 

গত ৩০ বছরে এ কলেজ থেকে অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীরা শিক্ষাগ্রহণ করেছে। বর্তমানে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্যম-ই কলেজের সাফল্যের মূল চাবিকাঠি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে, যারা কলেজের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানটি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং আলোচনা সভার মাধ্যমে পালন করা হবে, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে এবং কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।

আয়োজকরা জানান- আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন করার পাশাপাশি, আমরা আশা করি এই অনুষ্ঠান আমাদের কলেজের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাই, আসুন সবাই মিলে একসাথে মিলন মেলাই মিলিত হয়ে বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলি।

এর আগে প্রথম ধাপের রেজিস্ট্রেশনের শেষ হয়েছিলো ০৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার)। রেজিস্ট্রেশনের কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো: 
একই নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করতে পারবেন না।
স্বামী বা স্ত্রী উভায়েই আমানুল্লাহ কলেজের শিক্ষার্থী হলে উভায়কেই আলাদা ভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
২০২৪ পর্যন্ত ভিন্ন ভিন্ন বিভাগে পাস করা শিক্ষার্থী ওয়েবসাইট এর মাধ্যমে রেজিস্ট্রেসন করতে পারবে, বর্তমান শিক্ষার্থীরা কলেজ থেকে রেজিস্ট্রেশন করবে।
টাকা পাঠানোর জন্য আপনাকে সেন্ড মানি (Send Money) করতে হবে বিকাস, নগদ বা রকেট (bKash/Nagad/Rocket) এর মধ্যমে।
সকল তথ্য ও পেমেন্ট প্রদানের পর ৪৮ ঘণ্টা এর মধ্যে আপনি রেজিস্ট্রেশন কনফরমেসন SMS পাবেন। ওয়েবসাইট এ দেখানো অর্থের পরিমাণের এক টাকাও যদি কম প্রদান করলে আপনার রেজিস্ট্রেশন সফল হবে না। 

নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স