শনিবার বেলা ১২টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান। নিহতরা হলেন- ওই ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫)।
পুলিশ জানায়, আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে।
এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। এদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার চাতক বলেন, এ ঘটনায় নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
তিনি বলেন, “এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।” আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।