ঢাকা | বঙ্গাব্দ

ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2025 ইং
ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
ad728
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্প্রিং-২০২৫ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩:৩০ টায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার। 

প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া বলেন শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশুনায় মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি গবেষণার দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলী তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে ইউআইইউ’র একজন প্রাক্তন শিক্ষার্থী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ট্রেড অ্যানালিটিক্স এক্সিকিউটিভ মিসেস ফাবিয়া শাহজাদী; এক জন অভিভাবক এবং একজন নবাগত শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ইউআইইউ ক্যালচারাল ক্লাব দ্বারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Deshpost 24

কমেন্ট বক্স