প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2025 ইং
শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ’র ৩০ বছর পূর্তি উৎসব উদযাপনে চলছে রেজিস্ট্রেশন

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন গত কয়েকদিন আগে রেজিট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে একটি স্মরণীয় করতে কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের মাধ্যমে এই কার্যক্রম চলছে। আগামী ৮ জুন ২০২৫ রোজ রবিবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ প্রঙ্গনে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হবে। এই দিনে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের কলেজের জীবনের স্মৃতিচারণ ও সাফল্যর তুলে ধরা, শিক্ষকদের সম্মাননা প্রদান এবং একটি সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ০৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার)। রেজিস্ট্রেশন সময়ে কোনভাবেই বাড়ানো হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
https://amanullahcollegereunion.com/ এই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি বিকাশ/নগদ/রকেট: 01765203483 নাম্বারে প্রদান করতে হবে।।
গত ৩০ বছরে এ কলেজ থেকে অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীরা শিক্ষাগ্রহণ করেছে। বর্তমানে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্যম-ই কলেজের সাফল্যের মূল চাবিকাঠি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে, যারা কলেজের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানটি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং আলোচনা সভার মাধ্যমে পালন করা হবে, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে এবং কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
আয়োজকরা জানান- আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন করার পাশাপাশি, আমরা আশা করি এই অনুষ্ঠান আমাদের কলেজের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাই, আসুন সবাই মিলে একসাথে মিলন মেলাই মিলিত হয়ে বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলি।
রেজিস্ট্রেশনের কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো:
• একই নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করতে পারবেন না।
• স্বামী বা স্ত্রী উভায়েই আমানুল্লাহ কলেজের শিক্ষার্থী হলে উভায়কেই আলাদা ভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
• ২০২৪ পর্যন্ত ভিন্ন ভিন্ন বিভাগে পাস করা শিক্ষার্থী ওয়েবসাইট এর মাধ্যমে রেজিস্ট্রেসন করতে পারবে, বর্তমান শিক্ষার্থীরা কলেজ থেকে রেজিস্ট্রেশন করবে।
• টাকা পাঠানোর জন্য আপনাকে সেন্ড মানি (Send Money) করতে হবে বিকাস, নগদ বা রকেট (bKash/Nagad/Rocket) এর মধ্যমে।
• সকল তথ্য ও পেমেন্ট প্রদানের পর ৪৮ ঘণ্টা এর মধ্যে আপনি রেজিস্ট্রেশন কনফরমেসন SMS পাবেন। ওয়েবসাইট এ দেখানো অর্থের পরিমাণের এক টাকাও যদি কম প্রদান করলে আপনার রেজিস্ট্রেশন সফল হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ পোষ্ট ২৪